Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

দ্রৌপদী মূর্মু রাষ্ট্রপতি হওয়ায় আদিবাসী সমাজে উৎসব

 ‌

Draupadi-Murmu-President

শম্পা গুপ্ত : ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদী মূর্মু। আদিবাসী সমাজের একজন প্রতিনিধি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় খুশির হাওয়া আদিবাসী সমাজে। এই উপলক্ষ্যে পুরুলিয়া জেলার কাশীপুরে বিজয় উল্লাসে মাতল আদিবাসী সেঙ্গেল অভিযান। 


বৃহস্পতিবার আদিবাসী সমাজের মহিলা এবং পুরুষেরা কাশিপুরে নাচ, গানের মধ্য দিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন। এদিন, কাশীপুর ব্লক মোড় থেকে গান্ধী মোড় পর্যন্ত একটি পদযাত্রার মধ্য দিয়ে তাঁরা নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ তথা আদিবাসী সমাজের মহিলা প্রতিনিধির জয়ের উল্লাসে মেতে উঠেন। 


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের পুরুলিয়া জোনাল সভাপতি গণেশচন্দ্র মুর্মু সহ অন্যান্যরা। জোনাল সভাপতি গণেশচন্দ্র মুর্মু বিষয় উল্লাসে সামিল হয়ে বলেন, 'আজকের দিনটি আমাদের কাছে খুবই গর্বের দিন। আমাদের সমাজের মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আমাদের আশা, আগামী দিনে আদিবাসী সমাজের মানের আরও উন্নয়ন হবে। তাই আমরা নাচে গানের মধ্য দিয়ে বিজয় উল্লাসে সামিল হলাম।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন