Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিজেপির প্রার্থী ‌হিসেবে জ্ঞানপ্রকাশ ঘোষের নাম প্রস্তাব বনগাঁয়

 ‌‌

BJP-candidate

সমকালীন প্রতিবেদন : বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে এবারেও বিজেপি প্রার্থী কর‌ছে জ্ঞানপ্রকাশ ঘোষকে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তাঁর নাম প্রস্তাবের কথা ঘোষণা করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। অন্যদিকে, এখনও পর্যন্ত প্রার্থী নির্বাচিত না হলেও দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করল তৃণমূল।

পুর নির্বাচনের পরপরই বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ দাস প্রয়াত হওয়ায় এই আসনটিতে উপনির্বাচনের কথা বুধবারই ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। প্রকাশ করা হয় নির্বাচন সংক্রান্ত নির্ঘন্ট। আর তখন থেকেই লাগু হয়েছে নির্বাচনবিধি। 


এরপরই শুক্রবার এই ওয়ার্ডে নিজেদের দলের প্রার্থীর নাম প্রস্তাব আকারে রাজ্য নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য পাঠালো ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব। ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে জ্ঞানপ্রকাশ ঘোষের নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব নেওয়া হয়েছে বলে এদিন দলের জেলা কার্যালয়ে বিজেপির বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস জানালেন। উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। 

শেষ পুর নির্বাচনেও এই ওয়ার্ডে জ্ঞানপ্রকাশ ঘোষকেই প্রার্থী করেছিল বিজেপি। তিনি তৃণমূল প্রার্থীর কাছে ৩০০ ভোটে পরাজিত হয়েছিলেন। সেক্ষেত্রে অবশ্য তিনি ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন। তবে প্রার্থী হিসেবে লড়াই করলে এবারে তিনি জয়ী হবেন বলে আশাপ্রকাশ করলেন জ্ঞানপ্রকাশ ঘোষ।

এদিকে, প্রার্থীর নাম ঘোষনা না হলেও আজ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল। এদিন নিজে হাতে দেওয়াল লিখলেন তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠ, আইএনটিটিইউসির জেলা সভাপতি নারায়ন ঘোষ সহ অন্যান্যরা।

এই প্রসঙ্গে গোপাল শেঠ জানান, বনগাঁর উপনির্বাচন প্রার্থী কে হবে, তা ঠিক করবে দলের শীর্ষ নেতৃত্ব। তবে তার আগেই এলাকায় দলের প্রতিক এঁকে প্রচারের কাজ শুরু করা হল। যেই প্রার্থী হোন না কেন, তিনি বিপুল ভোটে জয়ী হবেন। উপনির্বাচনকে ঘিরে এখন সরগরম বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন