Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৩ জুলাই, ২০২২

‌দলের মন্ডল সভাপতির হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য

Affected-BJP-member

সমকালীন প্রতিবেদন : ‌দলের অনুষ্ঠানে জেলা সভাপতির সামনেই মন্ডল সভাপতির হাতে আক্রান্ত হলেন দলের এক পঞ্চায়েত সমিতির সদস্য। আহত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় বিজেপির এই অভ্যন্তরিন গোলমালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


জানা গেছে, রাষ্ট্রপতির সম্মানজ্ঞাপন মিছিল আয়োজন করা হয়েছিল গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকায়। সেখানে হঠাৎই বিজেপির চাঁদপাড়া পশ্চিম মন্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ চড়াও হয় গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য অর্ণব সুরের উপর।


এই ঘটনায় আহত হন অর্ণববাবু। তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত অর্ণব সুরের স্ত্রী লতিকা সুর। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিশ্বজিৎ ঘোষ।

উল্লেখ্য, অর্ণব সুর বনগাঁ পঞ্চায়েত সমিতির একমাত্র বিজেপি সদস্যে। তার স্ত্রী লতিকা সুর কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধীদল নেত্রী। দলের জেলা সভাপতির সামনে এমন ঘটনা ঘটায় অবাক দলের অন্যান্য কর্মীরা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন