Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ জুন, ২০২২

কলকাতা থেকে দুই প্রতারককে গ্রেপ্তার রাজস্থান পুলিশের

Two-fraudsters-arrested

সৌদীপ ভট্টাচার্য : ‌প্রযুক্তিকে ব্যবহার করে আর্থিক প্রতারণার অভিযোগে কলকাতা থেকে ২ প্রতারক যুবককে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশ। ধৃতদের নাম সুমিত ভাটিয়া ও কপিল ভাটিয়া। শুক্রবার তাদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদেরকে ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়ার অনুমতি দেন।


জানা গেছে, এই দুই যুবক ফোন করে একটি অ্যাপ ডাউনলোড করার প্রস্তাব দিত বিভিন্ন মানুষকে। সেই অ্যাপ ডাউনলোড করলে বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে প্রলোভন দেখাতো তারা। আর তাদের কথায় যারা বিশ্বাস করে একবার সেই অ্যাপ ডাউনলোড করতেন, মুহূর্তের মধ্যে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে যেত এই দুই প্রতারকের অ্যাকাউন্টে।

রাজস্তান সহ দেশের বিভিন্নপ্রান্তের বহু মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এব্যাপারে রাজস্থানে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তে নেমে রাজস্থান পুলিশ প্রতারকদের নাম জানতে পারে। আর তাদের অবস্থান কলকাতায়, সেটি জানার পর রাজস্থান পুলিশ কলকাতায় এসে তাদেরকে গ্রেপ্তার করে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন