Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

শিক্ষিকার অভাব, ভর্তির সময় মুচলেকা নিচ্ছে স্কুল‌

The-school-is-taking-bond-at-the-time-of-admission

শম্পা গুপ্ত : প্রয়োজনের তুলনায় স্কুলে শিক্ষিকা নেই। তাই একাদশ শ্রেণীতে ক্লাশ শুরু হওয়ার পর পড়ুয়ারা যাতে এব্যাপারে কোনও প্রশ্ন তুলতে না পারে, তারজন্য ভর্তির সময়েই ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা জমা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। অভিনব এই ব্যবস্থা পুরুলিয়া জেলার ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

জানা গেছে, এই স্কুলে যেখানে ৩৮ জন শিক্ষিকা থাকার কথা, সেখানে এই মুহূর্তে মাত্র ১৩ জন শিক্ষিকা রয়েছেন। বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয়ের কোনও শিক্ষিকা নেই। কলা বিভাগে দর্শন এবং ইতিহাস বিষয়ের কোনও শিক্ষিকা নেই। এরফলে বিজ্ঞান এবং কলা বিভাগে পড়াশোনার ব্যাঘাত ঘটবে বলে মনে করা হচ্ছে।

আর তাই যারা এই স্কুলে ভর্তি হবে, তারা যাতে পরে এব্যাপারে কোনও প্রশ্ন তুলতে না পারে, তারজন্য ভর্তির সময়েই তাদেরকে সবকিছু জানিয়ে, ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে এব্যাপারে মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে। যাতে পঠনপাঠনের ব্যাঘাত না ঘটে, তারজন্য স্কুলের পক্ষ থেকে বিষয়টি জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। অভিভাবকেরা চাইছেন, শিক্ষা দপ্তর যেন দ্রুত শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন