Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৩ জুন, ২০২২

পানিহাটির দন্ড মহোৎসবে আগামীদিনে আরও সতর্ক থাকবে প্রশাসন

The-administration-will-be-careful

সৌদীপ ভট্টাচার্য : ছোট জায়গায় একইসঙ্গে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে যাওয়ায় উত্তর ২৪ পরগনার পানিহাটির দন্ড মহোৎসবে রবিবার এমন অঘটন ঘটে গেছে। এমনই মনে করছে প্রশাসন। রবিবারের সেই মর্মান্তিক ঘটনার পর সোমবার শুনশান গোটা মন্দির এবং আশপাশ এলাকা। মোতায়েন করা হযেছে পুলিশ।

গত দুবছর করোনার কারণে প্রাচীন এই মেলা অনুষ্ঠিত হতে পারে নি। স্বাভাবিকভাবেই এবছর ভক্তদের ভিড় কিছুটা বাড়বে, এমনই ধারনা করেছিলেন উদ্যোক্তারা। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনও করা হয়েছিল। কিন্তু সেইসব ধারনা সব উল্টে গেল রবিবার। ৫০৬ বছরের পুরনো এই মেলায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে, তা কল্পনাও করতে পারেন নি উদ্যোক্তারা। 

ফলে একসময় সমস্ত ব্যবস্থাপনাই ভেঙে পরে। যার ফলে এমন অঘটন ঘটে যায়। এই ঘটনার পর থেকে সমস্ত অস্থায়ী দোকান বন্ধ করে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় অনেক দোকানও। রবিবারের দুর্ঘটনার পর সোমবার গোটা এলাকা ছিল শুনশান। এখানে ওখানে পরে থাকতে দেখা যায় ভক্তদের চটি। গোটা এলাকায় টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা। আগামী দিনে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে এখন থেকে আরওবেশি সতর্ক থাকবে প্রশাসন। 




















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন