সৌদীপ ভট্টাচার্য : রঞ্জি ক্রিকেটে সাফল্যের নজির গড়লেন উত্তর ২৪ পরগনার নৈহাটি আম্রপল্লী অঞ্চলের বাসিন্দা সুদীপ ঘরামি। ১৮৩ রান করে সকলের নজর কাড়লেন তিনি। তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবার এবং পরিজনেরা।
ছোটবেলা থেকেই ক্রিকেটই তাঁর একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এবার সাফল্যের প্রথম ধাপ পার করলেন তিনি। নজর কাড়লেন সুদীপ ক্রিকেটপ্রেমীদের। রঞ্জিতে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করে এই অসামান্য ফল করেছেন তিনি। তাঁর এই সাফল্যে খুশি পরিবার সহ অঞ্চলের মানুষজনেরা।
আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর প্রধান লক্ষ্য। ছেলের এই সাফল্যে খুশি সুদীপের মা। নৈহাটির সুদীপ আর্থিকভাবে অত্যন্ত নিম্ন পরিবারের সন্তান। তাঁর এই সাফল্যে শুধু নৈহাটি নয়, সারা বাংলা গর্বিত, জানালেন নৈহাটির পুরপ্রধান অশোক চ্যাটার্জী। আগামী দিনে তাঁর হাত ধরে সংসারের হাল ফিরবে বলে পরিবারের আশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন