সমকালীন প্রতিবেদন : শ্রমিকদের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার ঠিকমতো না দেওয়ার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে মিছিল বের করা হল। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়।
কেন্দ্রীয় সরকারের এমজিএনআরইজিএ প্রকল্পের মাধ্যমে শ্রমিকেরা তাঁদের ১০০ দিনের কাজের প্রাপ্য মজুরি পাচ্ছেন না। কেন্দ্র সরকার সেই টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না। বার বার আবেদন জানিয়েও সেই আবেদনে সাড়া দিচ্ছে না কেন্দ্র সরকার। এমনই অভিযোগ তৃণমূলের।
এই পরিস্থিতিতে রাজ্যের শ্রমিকদের কথা ভেবে আপাতত রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে সেই টাকা দেবে বলে ঘোষনা করেছে। এর পাশাপাশি, কেন্দ্র সরকারের এই অন্যায় আচরণের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।
তারই প্রেক্ষীতে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে আন্দোলন সংঘটিত করছে তৃণমূল নেতৃত্ব। সেই অনুযায়ী রবিবার সকালে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও দাহ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন