দেবাশীষ গোস্বামী : গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI)। মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা তৈরি হচ্ছে। NHAI এই সম্পূর্ণ রাস্তার কাজটি ১০৮ ঘন্টা বা সাড়ে চার দিনে শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে।
যদিও NHAI নিজে সরাসরি এই কাজটি করছে না। তারা অন্য একটি ঠিকাদারি সংস্থাকে দিয়ে কাজটি করাচ্ছে। ঠিকাদারী সংস্থাটির নাম রাজপুত ইনফ্রাকন। রাস্তা তৈরির আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ছিল কাতারের। তারা দোহায় ১০ দিনে ২৫ কিলোমিটার রাস্তা তৈরি করে এই রেকর্ড করেছিল।
গত ৩ জুন সকাল ৬টা থেকে এই কাজ শুরু হয়েছে। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে ৭ জুন সন্ধে ৬ টার মধ্যে। এই রেকর্ডটির সাক্ষী হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর একটি দল ইতিমধ্যে কর্মস্থলে হাজির হয়েছে। প্রায় ১৫০০ লোক দিনরাত পরিশ্রম করছে এই কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য।
এই কাজ দেখাশোনা করার জন্য NHAI এর উচ্চস্তরের আধিকারিকরা কর্মস্থলে উপস্থিত আছেন। ঠিকাদারি সংস্থা রাজপুত ইনফ্রাকনের এই ধরনের বড় কাজ করার অভিজ্ঞতাও আছে। এখন দেখার বিষয় নির্দিষ্ট সময়ে কাজটি শেষ হয় কিনা। যদিও নির্দিষ্ট সময়ে কাজটি শেষ না হলেও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই কাজের রেকর্ডটি থেকে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন