সমকালীন প্রতিবেদন : পারিবারিক বিবাদের জেরে মাকে মারধরের অভিযোগে ছেলে এবং বৌমাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম বিষ্ণুপদ দাস ও তার স্ত্রী শুভলক্ষ্মী দাস। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার শেরপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায় গোপালনগর থানার পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির ড্রেন দিয়ে জল যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে শাশুড়ি–বৌমার মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় হঠাৎই শাশুড়ি দুর্গা দাসের বড় বৌমা শুভলক্ষ্মী হাতুড়ি দিয়ে শাশুড়ির ওপরে চড়াও হয়। পাশাপাশি, গলা চেপে ধরে মারধর করা হয়।
লোহার হাতুড়ির আঘাতে হাতে এবং মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন দুর্গা দাস। তাঁর দাবি, শুধু বৌমা নয়, ছেলেও তাকে মাঝেমধ্যে মারধর করে। প্রতিবেশীরা জানিয়েছেন, এই পরিবারে প্রায়ই নানা বিষয় নিয়ে বিবাদ বাধে। তবে এদিন সেই মাত্রা অনেকটাই ছাড়িয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন