শম্পা গুপ্ত : অবিলম্বে সিএএ, এনআরসি এবং জন্মনিয়ন্ত্রণ আইন লাগু করার দাবী জানালেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে পুরুলিয়ার বলরামপুরের সরাই ময়দানে বিজেপি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বারবার হাওড়ার প্রসঙ্গ তুলে ধরেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। তা পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন সুকান্তবাবু। পুলিশ তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। শুভেন্দুবাবু রবিবার নিজে ওই এলাকায় যাবার চেষ্টা করবেন বলে জানান।
হাওড়া প্রসঙ্গে তিনি এদিন দাবি করেন, বাস্তব লুকোবার চেষ্টা করছে রাজ্য সরকার। এই বিষয় নিয়ে তিনি টুইটও করেছেন বলে জানান। এদিনের সভায় পুরুলিয়ার বিজেপির বিধায়কদের পাশাপাশি বিজেপির রাজ্য ও জেলা কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন