Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

দক্ষিণেশ্বরে গেস্ট হাউস গড়তে ১০ কোটি টাকার সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Guest-House-in-Dakshineswar

সৌদীপ ভট্টাচার্য : দক্ষিণেশ্বর মন্দিরে আসার সুবিধার্থে মন্দিরের কাছাকাছি এলাকায় হেলিপ্যাড তৈরি করে দেবে রাজ্য সরকার। এছাড়া, বিদেশী পর্যটকদের থাকার সুবিধার্থে দক্ষিণেশ্বর মন্দির চত্ত্বরে একটি আর্ন্তজাতিকমানের গেস্ট হাউস তৈরি করার জন্য কেএমডিএর মাধ্যমে ১০ কোটি টাকা অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত হয়ে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিন বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে তিনি মূল মন্দিরে গিয়ে মা ভবতারিনীকে দর্শন করেন। এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামে রাণী রাসমনির ভূমিকার কথা তুলে ধরেন। রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক তৈরি, রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর সহ বিভিন্ন ধর্মীয় স্থানের আদলে স্টেশন নির্মানের কথা তুলে ধরেন।

সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন এলাকায় আগুন জ্বালানো, রেল অবরোধ, ভাঙচুরের ঘটনার পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, বিধায়ক মদন মিত্র, তাপস রায়, দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী সহ অন্যান্যরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন