সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের সরকারি হাসপাতালের এক চিকিৎসকের মানবিক ভূমিকায় বিপদমুক্ত হলেন মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ। হাসপাতাল চত্ত্বরে পরে থাকা এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা করে সুস্থ করে তুললেন হাসপাতালের চিকিৎসক পর্ণা কুন্ডু।
জানা গেছে, রবিবার সকালে যখন ওই চিকিৎসক হাসপাতালে ডিউটিতে আসছিলেন, তখন তিনি দেখেন, এক বৃদ্ধ হাসপাতাল চত্ত্বরে অসুস্থ অবস্থায় পরে রয়েছেন। সেই সময় তাঁর পরিচয় জানার চেষ্টা করা হলেও তিনি তখন নিজের পরিচয় জানাতে পারেন নি। পরে চিকিৎসায় সুস্থ হলে জানা যায়, স্বপন ভৌমিক নামে বছর ৬০ বয়সের এই বৃদ্ধের বাড়ি বাগুইআটির জ্যাংড়া এলাকায়।
আরও জানা গেছে, মধ্যমগ্রামের বাদু এলাকায় গুরুদেবের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু পথে অসুস্থ হয়ে পরেন তিনি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে মাঝমধ্যেই যেখানে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে, সেখানে সরকারি হাসপাতালেরই এক চিকিৎসকের এমন মানবিক ভুমিকায় খুশি এলাকার মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন