সৌদীপ ভট্টাচার্য : চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হল এক বিদেশী ফুটবলারের। বছর ২৪ বয়সের ওই ফুটবলারের নাম এন গুসান। তাঁর বাড়ি দক্ষিণ আফ্রিকায়। কাজের সূত্রে তিনি উত্তর ২৪ পরগনার বারাসতে থাকতেন।
জানা গেছে, খড়দা এলাকায় ফুটবল খেলতে যাওয়ার জন্য ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছিলেন ওই বিদেশী ফু্টবলার। খড়দা এবং টিটাগড় স্টেশনের মাঝে গান্ধী প্রেম নিবাসের কাছে চলন্ত ট্রেন থেকে আচমকাই পরে যান তিনি।
স্থানীয় বাসিন্দারা দেখেন, ২ এবং ৩ নম্বর রেল লাইনের মাঝে আহত অবস্থায় পরে রয়েছেন ওই ফুটবলার। তাঁর মাথায় এবং পায়ে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যারাকপুরের বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘন্টা দুয়েক চিকিৎসা চলার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন