সমকালীন প্রতিবেদন : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি চারচাকার প্রাইভেট গাড়ি। রবিবার রাতে বনগাঁ শহরের যশোর রোডের উপর এই দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও প্রাণে বেঁচে গেছেন গাড়ির আরোহীরা।
জানা গেছে, এদিন রাত ১০ টা নাগাদ যশোর রোড ধরে মতিগঞ্জের দিক থেকে বাটা মোড়ের দিকে যাচ্ছিল দুটি ট্রাক। আর দুই দুটি ট্রাকের মাঢে ছিল একটি নতুন চারচাকার গাড়ি। রাখালদাস সেতু পার করে গাড়িগুলি বসাকপাড়ার মুখে আসতেই পেছন দিক থেকে চারচাকার গাড়িটিকে ধাক্কা মারে পেছনের ট্রাকটি।
আর সেই ধাক্কা সামলাতে না পেরে চারচাকার গাড়িটি সামনের ট্রাকে ধাক্কা মারে। এর ফলে চারচাকার গাড়িটির সামনে এবং পেছনে দুদিকেই ক্ষতিগ্রস্থ হয়। গাড়ির গতি কম থাকায় প্রাণে বেঁচে গেছের গাড়ির আরোহীরা। তাঁদের সামান্য চোট লেগেছে। পরে পুলিশ এসে গাড়িগুলিকে সরিয়ে দিয়ে যশোর রোডকে যানজটমুক্ত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন