সমকালীন প্রতিবেদন : মুক্তাঙ্গনে প্রতিদিন বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার প্রথম সারির বাংলা প্রকাশনীর বই নিয়ে প্রতিদিন প্রদর্শনী চলবে। সঙ্গে থাকবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। বনগাঁর রামনগর রোডের ব্রিলিয়ান্ট চাইল্ড একাডেমি প্রাঙ্গণে এই বইয়ের হাট শুরু হচ্ছে ১ জুলাই থেকে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে কলকাতার বিভিন্ন প্রকাশনীর, লেখকদের বই থাকবে। পাশাপাশি থাকবে নতুন প্রকাশকদের বইও। বনগাঁ থেকে প্রকাশিত সমস্ত লেখকদের বই এবং পত্রিকা স্থান পাবে এই বই হাটে। যে কোনও লেখক, প্রকাশক নিজের বই এখানে প্রকাশ করতে পারবেন।
এখানে একটি বই উদ্যানের পরিবেশ তৈরি করা হবে, যেখানে এসে বইপ্রেমীরা প্রতিদিন বিকেলে বই পড়ে আনন্দ পাবেন।তরুণ প্রজন্মকে বই পড়তে এবং বইকে ভালবাসতে এখানে বই পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। নানা বিষয়ে আলোচনাসভার আয়োজন থাকছে। বনগাঁ শহরের শিল্পীদের প্রদর্শনী অনুষ্ঠিত হবে এই কলাক্ষেত্রে। প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত এই আয়োজন থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন