Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

মহা ধুমধামে স্নানযাত্রা পালিত

 

Bathing-in-great-pomp

সৌদীপ ভট্টাচার্য : রথযাত্রার আগে মহা ধুমধামে স্নানযাত্রা অনুষ্ঠিত হল বেলঘড়িয়ার রথতলায়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে নিয়ে ধর্মীয় আচার মেনে পালিত হল এই উৎসব। আগামী ৩ জুলাই এখানেই মহাসমারোহে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। এদিন রাজ্য এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়।

পুরীর মন্দিরের প্রথা অনুযায়ী এদিন দুপুর ২ টো থেকে বেলঘড়িয়ার এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটি পুরসভার প্রধান গোপাল সাহা, এই মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায় চৌধুরী এবং কামারহাটি পুরসভার অনেক পুর প্রতিনিধিরা। 

এই স্নানযাত্রা দেখার জন্য সোমবার কলসযাত্রা হয়েছিল। গঙ্গা থেকে ১০৮ টি কলসিতে গঙ্গাজল নিয়ে আসা হয়। প্রথা অনুযায়ী, সেই জলের সঙ্গে ৫২ রকমের জিনিস মিশিয়ে সেই গঙ্গাজলকে শুদ্ধ করা হয়। আর তারপর গঙ্গাজল দিয়েই স্নান করানো হয়। এর মধ্যে ৩৫ কলসি জল দিয়ে বলভদ্রকে, ৩৩ কলসি জল দিয়ে জগন্নাথ দেবকে, ২২ কলসি জল দিয়ে সুভদ্রা দেবীকে এবং ১৮ কলসি জল দিয়ে সুদর্শনকে স্নান করানো হয়। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন