সমকালীন প্রতিবেদন : বনগাঁ হাসপাতাল চত্বর থেকে গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের জেরা করে এবারে পুলিশ আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতের নাম শাহাজুল ওরফে সোনা মন্ডল। বাড়ি পেট্রাপোল থানা এলাকায়। রবিবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়।
বৃহস্পতিবার রাতে বনগাঁ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে বিএসএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা অমিতাভ মিত্র এবং জামালউদ্দিন মন্ডল নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, একটি স্কুটি সহ ২৬ হাজার ৮০০ ভারতীয় টাকা উদ্ধার হয়। পরে তাদের বনগাঁ থানার হাতে হস্তান্তরিত করা হয়।
আদালতের নির্দেশে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে সোনা মন্ডলের সন্ধান পায়। এরপর শনিবার রাতে পেট্রাপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রবিবার তাকে বনগাঁ আদালতে হাজির করে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন