সমকালীন প্রতিবেদন : দালালের হাত ধরে চোরাপথে ভারতে প্রবেশের অভিযোগে এক শিশু সহ ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাথা পিছু ১০ হাজার টাকার বিনিময়ে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার ভবানীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে মায়া আক্তার ও আসমা খাতুন, আসমার সঙ্গে তার শিশুসন্তানও ছিল।
মায়া চিকিৎসার জন্য এবং আসমা আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল তারা। মঙ্গলবার সকালে দুই অপরিচিত মহিলাকে গ্রামে ঘুড়তে দেখে সন্দেহবসত আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন