শম্পা গুপ্ত : হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। বিয়ে বাড়িতে এসে এই দুর্ঘটনার শিকার হন তিনি। মৃত মহিলার নাম বেবি দেবী (৪৬)। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরুলিয়া জেলার জয়পুর থানার ঝালমামড়া গ্রামে।
পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের দলমা থেকে হাতির পাল মাঝেমধ্যেই ঢুকে পড়ে পুরুলিয়া জেলার বিস্তীর্ণ জঙ্গল এলাকায়। সম্প্রতি তেমনই ১৪-১৫ টি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝালদা এবং জয়পুর ঢুকে পরে। হাতির দলটির উপর নজর রেখে চলেছে বনদপ্তর। এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
এদিকে, একটি বিয়ে বাড়িতে বেড়াতে এসেছিলেন বেবি দেবী। এদিন সকালে বাড়ির বাইরে বেরিয়ে তিনি হাতির সামনে পড়ে যান। দলছুট একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে মেরে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই মহিলার। ঘটনায় আরও দুজন আহত হয়। হাতিটি একটি ঘরও ভেঙে দেয়।
এই ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার বনদপ্তরের কর্মী এবং পুলিশ। মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন