Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩ মে, ২০২২

রাজ্যে জোড়া উৎস‌বে মাতলেন দুই সম্প্রদায়ের মানুষ

 

Twin-festivals-in-the-state

সৌদীপ ভট্টাচার্য : রমজান মাসের একটানা রোজা পালনের শেষে আজ বিশ্বজুড়ে পালিত হল খুশির ঈদ। পবিত্র ঈদ উপলক্ষে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার টিটাগর বাংলা মসজিদে ঈদের নমাজ পরলেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। করোনা আবহ কাটিয়ে দীর্ঘ দু'বছর পর সাড়ম্বরে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিচিত এই স্থানে নমাজের অনুষ্ঠানে হাজির ছিলেন হাজার হাজার মানুষ। 

নমাজ শেষে শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরের সঙ্গে। এদিন টিটাগড়ের এই নমাজের অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগর পুরসভার প্রধান কমলেশ সাউ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন এই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে খুশি রাজ চক্রবর্তী।  

দিকে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে মঙ্গলবার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। মাঝেমধ্যেই নামছিল বৃষ্টি। সেই প্রাকৃতিক দুর্যোগকে  উপেক্ষা করেই এদিন দর্শনার্থীরা ভবতারিণী মায়ের দর্শন পেতে, পুজো দিতে ভিড় জমিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। 

হিন্দু শাস্ত্র ‌মতে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তাই পয়লা বৈশাখের মতো আজকের দিনেও ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার খাতা পুজো করাতে হাজির ছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। সব মিলিয়ে মঙ্গলবার গোটা দিন উৎসবের মেজাজে ছিলেন রাজ্যের মানুষ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন