সমকালীন প্রতিবেদন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগাঁয় মিছিল করলেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। সোমবার বিকেলে বনগাঁ শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি শঙ্কর আঢ্য, বর্তমান উপ পুরপ্রধান জ্যোৎস্না আঢ্যর নেতৃত্বে এই মিছিল বের হয়।
এদিনের কর্মসূচি সম্পর্কে উপ পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য বলেন, পেট্রোল, ডিজেল, গ্যাস, সারের দাম লাগামছাড়া। দিন দিন দাম বাড়িয়েই চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। মানুষের জীবন ওষ্ঠাগত। তারই প্রতিবাদে এই কর্মসূচি।
এদিনের কর্মসূচিতে অবশ্য বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা নেতৃত্বদের উপস্থিতি লক্ষ করা যায় নি। বিরোধীদের দাবি, এটি শহর তৃণমূলের অন্য গোষ্ঠীর কর্মসূচি।
এদিন বনগাঁর ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু হয়ে, মতিগঞ্জ, রাখালদাস সেতু, বাটা মোড় হয়ে রামনগর রোড মোড় এলাকায় শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন তৃণমূল কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন