শম্পা গুপ্ত : রবিবারের পর সোমবার ফের পুরুলিয়ার সাহেব বাঁধে ভেসে উঠলো হাজার হাজার মৃত মাছ। এদিন সকাল থেকে পুরুলিয়ার সাহেব বাঁধের চারপাশে বিভিন্ন আকারের হাজার হাজার বড় বড় মাছ ভেসে উঠতে দেখেন এলাকার মানুষ। এই মাছগুলির মধ্যে ৫ থেকে ১৫ কেজি ওজনের মাছও রয়েছে।
এদিন প্রাতঃভ্রমণকারীরা দেখেন, পুকুরের চারিদিকে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়ে যায়। গোটা এলাকা ওই মাছের দুর্গন্ধে ভরে গেছে। বাঁধের পাশ দিয়ে যাতায়াত করাই সমস্যা হয়ে দাঁড়ায়। তারইমধ্যে কিছু মানুষ এই মাছ জল থেকে তুলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। ফলে চিন্তায় পরে যান এলাকার মানুষ।
রবিবার সকালেও একইভাবে সাহেব বাঁধে মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়। পুরুলিয়া পুরসভার প্রধান নবেন্দু মহালি জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি মৎস দপ্তরকে জানানো হয়েছে। কি কারনে এমন ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে। সাহেব বাঁধে নোংরা জল ঢোকার জন্য এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন। মৃত মাছগুলি তুলে বাঁধের চারপাশে ব্লিচিং ছড়ানোর ব্যবস্থা করেছে পুরসভা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন