সৌদীপ ভট্টাচার্য : বাগানের ভেতরে একটি আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের চারাবাগান এলাকার বুড়ির বাগান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুদীপ টিকেদার (২০)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাত পর্যন্ত সুদীপ তার বন্ধু রাজু রায় এবং টিক্কা বিশ্বাসের সঙ্গে মদ্যপান করে। তারপর আর বাড়ি ফেরে নি। মঙ্গলবার ভোররাতে স্থানীয় বাসিন্দারা বুড়ির বাগানের একটি আমগাছের ডালে সুদীপের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
চারাবাগান এলাকার সঙ্গে পাশের শৈলর বাগানের দীর্ঘদিনের বিবাদ চলছে। এই বিবাদের জেরেই এই ঘটনা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে বাসুদেবপুর থানার পুলিশ ঝুলন্ত দেহটিকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। রাজু রায় এবং টিক্কা বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাসুদেবপুর থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন