Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হল বনগাঁ শহরে

 

The-use-of-plastic-carrybags-is-prohibited

সমকালীন প্রতিবেদন : ‌পুরসভা এলাকাকে দূষণমুক্ত, স্বচ্ছ, সুন্দর করে গড়ে তুলতে অপচনশীল প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল বনগাঁ পুরসভা কর্তৃপক্ষ। এখন থেকে ৭৫ মাইক্রনের কম প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং থার্মোকলের বিভিন্ন সামগ্রী যেমন চায়ের কাপ, থালা, গ্লাস, বাটি ব্যবহার এবং বিক্রি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করলো বনগাঁ পুরসভা। 

আজ, বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকরী করা হলো। এই নিষেধাজ্ঞা অমান্য করলে পুরসভা কর্তৃপক্ষ সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। পরিবেশ দূষণকারী প্লাস্টিক ক্যারিব্যাগ, থার্মোকলের থালা, গ্লাস, বাটি ব্যবহারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ প্রচার অভিযান চালায় বনগাঁ পুরসভা কর্তৃপক্ষ। 

এদিন পুরসভার প্রধান গোপাল শেঠের নেতৃত্বে, পুরসভার অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বনগাঁ শহরের বিভিন্ন রাস্তা, বাজার ঘুরে ঘুরে এব্যাপারে সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীদেরকে সচেতন করা হয়। যেসব ব্যবসায়ীরা এখনও এই ধরনের প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করছেন, তাদের কাছ থেকে সেই ক্যারিব্যাগগুলি বাজেয়াপ্ত করে পুরসভার পক্ষ থেকে পরিবেশবান্ধব অন্য ব্যাগ বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয়। 

এখন থেকে এই ধরনের ব্যাগই ব্যবহার করতে হবে বলে পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ টাকা থেকে ৫০০, এমনকি ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুরপ্রধান গোপাল শেঠ। তানা আরও জানান, 'এখন থেকে এই অভিযান চলবে।'

এদিকে, বনগাঁ বাজারের খুচরো বিক্রেতাদের অভিযোগ, অনেক ক্রেতাই পাঁচ টাকা, দশ টাকার জিনিস কিনতে আসেন। তাদের ক্ষেত্রে বাজার চলতি প্লাস্টিক ক্যারিব্যাগের বদলে পরিবেশবান্ধব ক্যারিব্যাগ দিতে গেলে খরচ অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে যদি সরকারিভাবে কিংবা ক্রেতারা সহযোগিতা করেন, তাহলেই এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা হবে। 

৭৫ মাইক্রনের কম প্লাস্টিক ক্যারিব্যাগ এবং থার্মোকলের সামগ্রী ব্যবহারের উপর সরকারের এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষের বক্তব্য, এগুলি যদি উৎপাদন বন্ধ করা সম্ভব হয়, তাহলেই এর ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন সাধারণ মানুষ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন