Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ মে, ২০২২

হাসপাতালে চিকিৎসাধীন রোগী নিখোঁজ

The-patient-undergoing-treatment-at-the-hospital-is-missing

সৌদীপ ভট্টাচার্য : হাসপাতালে অপারেশন হওয়া রোগী নিখোঁজ হয়ে যাওয়া‌কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে। রোগী নিখোঁজের ব্যাপারে কোনও সদুত্ত দিতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর আত্মীয়রা এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন রোগীর পরিজনেরা।

জানা গেছে, খড়দা থানার পাতুলিয়া শান্তিপল্লী এলাকার অমর দাস নামে বছর ৬২ বয়সের এক রোগীকে তাঁর পায়ের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে মঙ্গলবার কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিনই তাঁর পায়ে অপারেশন হয়। 

বুধবার সকালে বাড়ির লোকজন রোগীকে দেখতে আসার পর তাঁকে হাসপাতালের বেডে না দেখতে পেয়ে অবাক হয়ে যান বাড়ির লোকেরা। এরপর হাসপাতাল চত্বরে খোঁজ করেও শেষ পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায় নি। পরিবারের লোকেরা এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি। এদিকে, ওয়ার্ড থেকে চিকিৎসারত রোগী নিখোঁজকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল চত্বরে। পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সরব হন। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন