সৌদীপ ভট্টাচার্য : কলকাতা বিমানবন্দরে পৌঁছালো লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জাওয়ানের দেহ। রবিবার সকাল আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় বাঙালি জাওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার মৃতদেহ। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৭ তারিখ লাদাখ থেকে সিয়াচেন যাওয়ার পথে টুকটুক সেক্টরে শিয়ক নদীতে সেনা জাওয়ানদের একটি বাস খাঁদে পড়ে যায়। আর তাতেই মৃত্যু হয় ৭ ভারতীয় সেনা জাওয়ানের। তারমধ্যে এই রাজ্যের পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের চাঁচল বারোভেটিয়া এলাকার বাসিন্দা ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া রয়েছেন।
এদিন সকালে তার নিথর দেহ এসে পৌঁছায়। তাকে কলকাতা বিমানবন্দর চত্বরে তরফে। সেনা জাওয়ানের পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে যোগ দেন বাপ্পাদিত্য। বাড়িতে এসে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান জাওয়ান।
গত পরশু সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে সেনাবাহিনীর বাস খাদে পড়ে যাওয়ায় বাপ্পাদিত্য-সহ ৭ জাওয়ানের মৃত্যু হয়। বাঙালি জাওয়ানের বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন