Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৫ মে, ২০২২

দু:‌স্থ শিশুদের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার স্বেচ্ছাসেবী সংস্থার

 ‌‌

Protein-rich-foods-for-distressed-children

সমকালীন প্রতিবেদন : ‌দু:‌স্থ শিশুদের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার পরিবেশন করল উত্তর ২৪ পরগনার বারাসতের সমন্বয় পরিবার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বারাসত পুরসভার প্রধান অশনি মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 

দীর্ঘ কয়েক বছর ধরে নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে বারাসতের এই সংস্থা। সংস্থার নতুন কর্মসূচি 'তুমিও থাকবে দুধে-ভাতে'‌। এই কর্মসূচির মাধ্যমে মাসে দুবার করে ১০০ জন দু:‌স্থ শিশুর জন্য দুধ, বিস্কুট, কেক, হেল্থ ড্রিঙ্ক সরবরাহ করা হবে। সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার।

এদিন এই কর্মসূচির সূচনা লগ্নে ১২ রকমের সবজি, চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ ইত্যাদি শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হল। এদিনের কর্মসূচিতে সহযোগিতা করেছে বনগাঁর প্রয়াত বাচিক শিল্পী তাপস বিশ্বাসের পরিবার। এখন থেকে নির্দিষ্ট দিনগুলিতে বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে সংস্থার সদস্যরা এই কাজ সম্পাদন করবেন বলে জানা গেছে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন