Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২১ মে, ২০২২

আজ রাত থেকেই ‌পেট্রোল, ডিজেলের দাম কমছে

Petrol-and-diesel-prices-are-falling

দেবাশিষ গোস্বামী : অবশেষে কমতে চলেছে পেট্রোল ‌এবং ডিজেলের দাম। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে এই খবর জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছিল, পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিই এর মূল কারণ। 

এবার কেন্দ্রীয় সরকার অন্ত:শুল্ক পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ৬ টাকা কমানোর ঘোষণা করেছে। এর ফলে মনে করা হচ্ছে প্রতি লিটার পেট্রোলে ৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি ৭ টাকার মত কম হবে। আজ রাত ১২টা থেকেই পেট্রোল এবং ডিজেলের নতুন দাম লাগু হবে। 

শুধু পেট্রোল ডিজেল নয়, উজ্জলা প্রকল্পে যারা গ্যাস ব্যবহার করেন, তাঁদের সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা করে কমানো হয়েছে। তবে এই সুযোগ শুধু বছরে ১২টি সিলিন্ডারে পাওয়া যাবে। এর আগে কেন্দ্রীয় সরকার গতবছর ২১ নভেম্বর পেট্রল এবং ডিজেলের অন্ত:‌শুল্ক হ্রাস করেছিল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন