সৌদীপ ভট্টাচার্য : যাত্রী বোঝাই চলন্ত টোটোতে সজোরে ধাক্কা মারলো একটি বেপরোয়া চার চাকার গাড়ি। আর এই ঘটনায় দুমড়ে–মুচড়ে গেল টোটো। আহত হয়েছেন টোটো চালক সহ টোটোর দুই যাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার হালিশহর কুমোরপাড়া রোডে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ হালিশহর কুমোরপাড়া রোডে বেপরোয়াভাবে একটি ৪ চাকার প্রাইভেট গাড়ি সজোরে একটি টোটোতে ধাক্কা মারে। টোটোতে তখন এক মহিলা সহ দুজন যাত্রী ছিলেন।
আচমকা ওই টোটোতে চারচাকার গাড়িটি বেপরোয়াভাবে ধাক্কা মারলে রিংকা অধিকারী নামে টোটোর ওই মহিলা যাত্রী গুরুতর আহত হন। তাঁর মাথা ফেঁটে রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় টোটোর আর এক যাত্রী এবং টোটো চালক নিজেও আহত হন। এই ঘটনায় ওই এলাকায় সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হালিশহর থানার আইসি আশীষ দোলুই। চারচাকার গাড়ির চালক ধীরাজ দে কে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন