Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ মে, ২০২২

আদালতে আত্মসমর্পণ কংগ্রেস কাউন্সিলরের

 ‌

Congress-councilor-surrenders-to-court

শম্পা গুপ্ত :‌ মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে এসে আত্মসমর্পণ করলেন ঝালদা শহর কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা ঝালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব কয়াল। গত ১১ এপ্রিল ঝালদার পুরনো থানায় আগুন লাগার ঘটনা ঘটে। বাসন্তী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বাজি পোড়ানো হচ্ছিল। আর তার থেকেই থানা চত্বরে জড়ো করে রাখা মোটর বাইকগুলিতে আগুন লেগে যায়। 

এই ঘটনায় পুলিশ বিপ্লব কয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে এদিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব কয়াল। বিচারক তাকে ৩১ মে পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এব্যাপারে বিপ্লব কয়ালের অভিযোগ, তার বিরুদ্ধে চক্রান্ত করে এই মামলা করা হয়েছে। 

বিপ্লব কয়ালের দাবি, তপন কান্দু হত্যার ঘটনায় তাঁকে জেরা করে তাঁর কাছ থেকে তথ্য নিচ্ছে সিবিআই। আর তাই তিনি যাতে সিবিআইকে কোনও সহযোগিতা করতে না পারেন, তার জন্যই তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাঁর এই অভিযোগকে সমর্থন করে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, তৃণমূলের নির্দেশে কংগ্রেস কর্মীদের নানাভাবে হেনস্থা করছে পুলিশ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন