শম্পা গুপ্ত : দিন কয়েক আগে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক গ্রামবাসীর। সেই মৃত ব্যক্তির অসহায় পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। বুধবার এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলা বনাধিকারিক দেবাশীষ শর্মা, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
গত ১১ মে হাতির হামলায় মৃত্যু হয়েছিল বেবি দেবী নামে বছর ৩৮ বয়সের এক মহিলার। পুরুলিয়ার জয়পুর থানার পিঁপড়াটাঁড় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির কবলে পড়েন ওই মহিলা। হাতি শুঁড় দিয়ে আছড়ে ফেলে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বিয়ে উপলক্ষে ঝাড়খন্ড থেকে আত্মীয় বাড়িতে বেড়াতে আসা ওই মহিলা বিষয়ে খবর দেওয়া হয় বন দপ্তরে। তারা এরপর সরকারি নিয়ম মেনে মৃতার পরিবারের হাতে ক্ষতিপূরণের সরকারি অর্থ দেওয়ার ব্যবস্তা করে। বুধবার বন দপ্তরের পক্ষ থেকে মৃতার পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
এব্যাপারে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, 'ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ওই মহিলার পরিবারের পাশে থাকবো। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আড়াই লক্ষ টাকার চেক তাঁর পরিবারের হাতে দেওয়া হলো। বাকি আড়াই লক্ষ টাকা অ্যাকাউন্ট মারফত পাঠানো হবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন