সৌদীপ ভট্টাচার্য : শাড়ি ব্যবসায়ী পরিচয় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে এক গৃহবধুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করল এক ব্যক্তি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই গৃহবধূ। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানার অরবিন্দনগরে।
এলাকার বাসিন্দা সুমনা চক্রবর্তী নামে ওই গৃহবধুর অভিযোগ, বুধবার দুপুরে মধ্য বয়সী এক ব্যক্তি ব্যাগে করে শাড়ি নিয়ে তাঁদের বাড়িতে আসে। সেই সময় বাড়িতে ৩ বছরের শিশুকন্যাকে নিয়ে একাই ছিলেন সুমনাদেবী। তিনি শাড়ি দেখতে না চাইলেও জোর করে ঘরে ঢুকে শাড়ি দেখাতে চায় ওই ব্যক্তি। মহিলা তাতে বাধা দিতেই ওই ব্যক্তি পকেট থেকে একটি কৌটো বের করতেই ওই বধূ সঙ্গা হারান।
এইসময় তাঁর মা বাড়িতে ফিরে এসে দেখতে পান, ওই ব্যক্তি সুমনাকে একটি ছুরি দিয়ে হামলা করার চেষ্টা করছে। সুমনার মাকে বাড়িতে ঢুকতে দেখেই পালিয়ে যায় ওই ব্যক্তি। বধূর অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হবার পর থেকেই ফোনে হুমকি সহ নানা সমস্যার মধ্যে পরতে হচ্ছে তাঁকে। ঘটনার পর তিনি গোটা বিষয়টি লিখিত আকারে নিমতা থানায় জানিয়েছেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছে ওই পরিবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন