সমকালীন প্রতিবেদন : চোরাপথে ভারতে প্রবেশ করার সময় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পরল ৪ বাংলাদেশি নাগরিক। শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা।
বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম তাজিউল সরদার, তার স্ত্রী নাসিমা বেগম। এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। এছাড়া রয়েছে খুলনা জেলার শাহেনুর বেগম এবং করিমগঞ্জ জেলার নঈম হোসেন।
ধৃতরা জেরা জানিয়েছে, তাদের পরিবারে অভাব রয়েছে। বাংলাদেশে সেভাবে কাজ হচ্ছে না। তাই কাজের সন্দানে তারা চোরাপথে ভারতে আসছিল। মানবিকতার প্রশ্নে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার প্রণব প্রভাকর জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে অনুক্রবেশকারীরা ধরা পড়ছে।
অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের সামীন্ত রক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা এবং সদিচ্ছার কারণে তাদের মধ্যে কয়েকজনকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন