সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার হাবড়ায় গুলি চালনার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শম্ভু দে। শুক্রবার রাতে অশোকনগর বিজয় ফার্মেসি এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ।
গত বুধবার রাতে হাবড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর শিবমন্দির এলাকায় একটি ঘরের মধ্যে সঙ্গীদের নিয়ে গল্প করছিলেন বিল্ডার্স ব্যবসায়ী রাজু ঘোষ। সেই সময় একটি দুষ্কৃতীদল সেখানে তাঁদেরকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। আর তাতেই জখম হন রাজু ঘোষ এবং শান্তনু রায় নামে তাঁর এক সঙ্গী। দুষ্কৃতীরা বোমাও ছোঁড়ে।
এই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শম্ভু দে–র নাম পায়। তাকে ধরতে পুলিশ তল্লাসী অভিযান জারি রাখে। তারইমধ্যে শুক্রবার রাতে সূত্র মারফত পুলিশ জানতে পারে, অভিযুক্ত শম্ভু অশোকনগর বিজয় ফার্মেসি এলাকায় এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছে।
সেই সূত্রে ধরে সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশ বাহিনী সেই বাড়িতে হানা দিয়ে শম্ভুকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, সেদিনের ঘটনায় শম্ভু বোমা ছুঁড়েছিল বলে স্বীকার করেছে। ধৃতকে শনিবার বারাসত আদালতে পাঠানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন