সৌদীপ ভট্টাচার্য : মোবাইল ফোন চুরি করে পালানোর অভিযোগে দুই যুবককে পোস্টের সঙ্গে বেঁধে গণধোলাই দেওয়া হল। উত্তর ২৪ পরগনার হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্তদের দাবি, তারা চোর নয়, তারা মোটর বাইক নিয়ে যাবার সময় এক ব্যক্তি সাইড না দেওয়ায় তারা ওই ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নেয়।
জানা গেছে, এদিন হৃদয়পুর স্টেশন রোডের পাশেই এক ব্যক্তি মোবাইল ফোনে কথা বলছিলেন। এইসব দুজন যুবক বাইকে করে এসে তাকে চড় মেরে মোবাইলটি ছিনিয়ে নেয়। সেই দৃশ্য দেখে স্থানীয় ব্যবসায়ী সহ স্থানীয়রা ছুটে এসে ওই দুই যুবককে ধরে ফেলেন।
এরপর ক্ষুব্ধ জনতা তাদের দুজনকে পোস্টে বেঁধে গণধোলাই দেয়। ধৃত দুই যুবকের বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। বেশ কিছুক্ষণ মারধোর চলার পর বারাসত থানার পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে দুজনকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন