সমকালীন প্রতিবেদন : চোরাই বাইক সহ ২ বাইক চোরকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার ঘটনা। ধৃত ২ বাইক চোরের নাম রাজা শর্মা ও জয়ন্ত দাস। তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের নির্দেশে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছ পুলিশ।
জানা গেছে, রবিবার গোপালনগর থানা এলাকার বাসিন্দা মুকুল মণ্ডল নামে এক ব্যক্তির মোটরবাইক গোপালনগর থানা এলাকার দাসপাড়া থেকে চুরি হয়ে যায়। মুকুল মণ্ডল সোমবার এব্যাপারে গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই চুরির ঘটনার তদন্তে নেমে গোপালনগর থানার পুলিশ মঙ্গলবার রাজা শর্মা এবং জয়ন্ত দাস নামে ২ যুবককে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে মুকুল মণ্ডলের চুরি যাওয়া বাইকটি বুধবার উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ।
উল্লেখ্য, বনগাঁ মহকুমার সীমান্ত এলাকা দিয়ে চোরাই বাইক বাংলাদেশে পাচারের চক্র সক্রিয় রয়েছে। স্থানীয় এলাকা ছাড়াই এই জেলা এমনকি বাইরের জেলা থেকেও বাইক চুরি করে এনে চোরাপথে বাংলাদেশে পাচারের ঘটনা ঘটে। এদিন উদ্ধার হওয়া বাইকটিও বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন