Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

পুলিশ সুপারের কাছে তৃণমূলের স্মারকলিপি

 

Trinamool-memorandum-to-police-super

সমকালীন প্রতিবেদন : বনগাঁ দক্ষি‌ণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁকে গ্রেপ্তার করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন মিছিল করে পুলিশ সুপারের অফিসে হাজির হন তৃণমূল নেতা, কর্মীরা। এর পাশাপাশি একটি পথসভাও করা হয়। সেখানে স্বপন মজুমদারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়। 

জেলা তৃণমূলের এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা চেয়ারম্যান বলেন, 'মানুষ প্রতিবাদের ভাষা বোঝে, কিন্তু কুকুর প্রতিবাদের ভাষা বোঝে না। সে মুগুর বোঝে। তাই স্বপন মজুমদারের মতো মানুষদের জন্য মুগুরের ব্যবস্থা করা যায়। কিন্তু দলটার নাম তৃণমূল কংগ্রেস।' ‌প্রতিবাদ অর্থে তিনি মুগুর শব্দটি ব্যবহার করেছেন বলে শঙ্করবাবু জানান।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল গাইঘাটার চাঁদপাড়ায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পথসভায় বলেছিলেন, 'অনুব্রত মন্ডল সিবিআইয়ের হাজিরা থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তৃণমূল তাঁকে বাঁচতে দেবে না। তিনি যাতে মুখ খুলতে না পারেন, তারজন্য তৃণমূল তাঁকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে।'‌

জেলা তৃণমূলের এদিনের কর্মসূচি সম্পর্কে দলের জেলা সভাপতি গোপাল শেঠ জানান, 'বিজেপি বিধায়ক স্বপন মজুমদার যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি সীমান্তে পাট চাষিদের উপর বিএসএফের হয়রানি বন্ধ করা সহ জেলা পুলিশ সুপারের কাছে একাধিক দাবি জানানো হয়েছে।'‌







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন