সমকালীন প্রতিবেদন : দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের কলকাতার দুটি রুটে চালু হতে চলেছে ট্রাম পরিষেবা। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম চলাচলের এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এব্যাপারে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতির কাজ প্রায় শেষ করা হয়েছে বলে জানা গেছে।
কলকাতা শহরে যেকটি রুটে ট্রাম চলাচল করে, তারমধ্যে অন্যতম লাভজনক রুট হল রাজাবাজার–বিধাননগর এবং ধর্মতলা–খিদিরপুর। আমপান ঝড়ের পর থেকে এই দুটি রুটে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এই রুটে যাত্রীরা সমস্যায় পরছেন। ফলে তাঁরা চাইছিলেন, ফের চালু হোক এই দুই রুটের ট্রাম চলাচল।
যাত্রীদের পাশাপাশি রাজ্য সরকারের পরিবহন সংস্থাগুলিও চাইছেন অবিলম্বে এই দুটি রুটে ট্রাম চলাচল ফের শুরু হোক। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য পরিবহন দপ্তর এই দুটি রুটে ফের ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরজন্য ট্রাম লাইন সংস্কারের সঙ্গে ট্রামগুলি সংস্কারের কাজও শেষ করা হয়েছে। খুব দ্রুত এই দুই রুটে ট্রাম চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন