Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

হাবড়ায় ঘরের ভেতর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার

 ‌

The-body-of-the-old-man-was-recovered

সমকালীন প্রতিবেদন : ‌নিজের ঘরের মেঝে থেকে এক বৃদ্ধের পচা দেহ উদ্ধার হল। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার হাটথুবার দাসপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম সত্যরঞ্জন দে (‌৬১)‌। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর থেকে নিজের বাড়িতে একাই থাকতেন সত্যরঞ্জন। ছেলে তাঁর পরিবার নিয়ে পাশেই আলাদা বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সত্যরঞ্জন বাবুকে শেষবারের জন্য বাড়ির বাইরে দেখেছেন প্রতিবেশীরা। তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি।

বুধবার সকালে ওই ব্যক্তির ঘরে কুকুরদের আনাগোনা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। কৌতুহলবসত ঘরের কাছাকাছি যেতেই সেখান থেকে দূর্গন্ধ বের হতে থাকে। ঘরের ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন, ঘরের মেঝেতে সত্যরঞ্জনের পচা দেহ পরে রয়েছে। শরীরের কিছুটা অংশ খাটের নিচে ঢুকে রয়েছে। পুলিশ ওই ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন