শম্পা গুপ্ত : কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার তদন্তে তৎপরতা বাড়ছে সিবিআইয়ের। প্রতিদিন সকাল থেকেই সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা তাঁদের কাজ শুরু করে দিচ্ছেন। তাঁরা ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তদন্তের কাজের সুবিধার্থে ঝালদার ফরেস্ট গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে। সেখানে ডেকে পাঠিয়ে বয়ান নথিভূক্ত করা হয়েছে ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব এবং ঘটনার দিন এলাকায় পুলিশের নাকার দায়িত্বে থাকা পাঁচ কর্মীকেও। প্রায় এক ঘন্টা ধরে জেরা করা হয় মহকুমা পুলিশ আধিকারিককে।
জানা গেছে, জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় কোর্টের দায়িত্বে থাকা বিচারকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর তাঁরা বিচারকের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। আজ তাঁদের আসতে বলা হয়েছে বলে জানান সিবিআই আধিকারিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন