Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

HIGH COURT : হাইকোর্টের রায় শুনে কেঁদে ফেললেন নিহত তপন কান্দুর স্ত্রী

 

Tapan-Kandu-wife-cried-over-the-High-Court-verdict

শম্পা গুপ্ত : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকান্ডের ‌তদন্তভার সিবিআইকে অর্পণ করল কলকাতা হাইকোর্ট। সোমবারে বিচারপতির এই নির্দেশের খবর শুনে আনন্দে কেঁদে ফেললেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তিনি জানান, 'আদালতের উপর আমার আস্থা ছিল। এবারে সঠিক বিচার পাব। প্রকৃত দোষীরা ধরা পরবে।'‌  

তপন কান্দু হত্যার পর থেকেই সিবিআইকে দিয়ে এই খুনের ঘটনার তদন্ত করার দাবী করে আসছিলেন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। সোমবার কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, 'এই রায়ের জন্য ঝালদাবাসী বিচার ব্যবস্থার কাছে চিরকৃতজ্ঞ থাকলো।'‌ 

এদিন নেপাল মাহাতো অভিযোগের সুরে বলেন, 'তপন কান্দু খুনের ঘটনার সঙ্গে ঝালদা থানার আইসির যোগ থাকলেও তার বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে কোনও ব্যাবস্থা নেওয়া হয়নি। উল্টে রবিবার সাংবাদিক বৈঠক করে জেলার পুলিশ সুপার আইসিকে ক্লিনচিট দিয়ে তাকে নিজ পদে বহাল রেখে দেন।'‌  


এই পরিস্থিতিতে তাঁরা বুঝতে পারছিলেন, এই খুনের ঘটনার প্রকৃত বিচার পেতে হলে সিবিআই ছাড়া গতি নেই। রাজ্য পুলিশের তদন্তের উপর তাঁরা একেবারের আস্থা রাখতে পারছিলেন না। পুলিশের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও এই খুনকে পারিবারিক বিবাদের জের বলে দাবী করা হচ্ছে। 

এদিন এব্যাপারে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'হাইকোর্ট যে রায় দিয়েছে তাকে সম্মান জানাচ্ছি আমরা। সিবিআই তদন্ত হতেই পারে। রাজ্য পুলিশ সিট গঠন করে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে। সেখানে দেখা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ ছিল। সেই ঘরোয়া কোন্দল থেকে এই খুনের ঘটনা ঘটেছে।'‌    




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন