সৌদীপ ভট্টাচার্য : ন্যায্য বেতন সহ একাধিক দাবির সমর্থনে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন সরকারি হাসপাতালের নার্সিং স্টাফদের একাংশ। তাঁরা জেলায় জেলায় এই আন্দোলন সংগঠিত করছেন। তারই সূত্র ধরে বুধবার উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।
'নার্সেস ইউনিটি' নামে একটি সংগঠন তৈরি করে নিজেদের দাবি আদায়ে আন্দোলন শুরু করেছেন এই সংগঠনের সঙ্গে যুক্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রের নার্সরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য বেতন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।এব্যাপারে এক বছর আগে রাজ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁদের বিষয়টি বিবেচনা করে ন্যায্য বেতন পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেও এখনও সেই প্রতিশ্রুতি কার্যকরী হয়নি। ফলে তাঁরা নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের প্রতিনিধিরা। পরে সংগঠনের এক প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন