সমকালীন প্রতিবেদন : রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসে আচমকাই আগুন লাগলো। কিছুক্ষণের মধ্যে আগুন গোটা বাসটিকে গ্রাস করে ফেলে। স্থানীয় মানুষ প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে দমকল বাহিনী এলে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার বিধাননগর বিদ্যাসাগর আইল্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাধারণত এই বাসগুলি বিধাননগর মেলা প্রাঙ্গণে পার্কিং করা থাকে। কিন্তু সেখানে সম্প্রতি বইমেলার আয়োজন হওয়ায় সেই সময় বাসগুলিকে বিদ্যাসাগর আইল্যান্ডের কাছে রাস্তার ধারে পার্কিং করে রাখা হয়। সেইরকমই একটি পার্কিং করা বাসে হঠাৎ করে আগুন লেগে যায়।
পার্কিং করা বাসে এইভাবে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। বিধাননগর পুরনিগমের জলের ট্যাঙ্কার দিয়েও আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেশ কিছুসময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে আগুনে বাসটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্থ হয়ে যায়। দাঁড়িয়ে থাকা একটি বাসে কি করে এইভাবে আগুন লাগল, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন