Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

অশোকনগরের জল যন্ত্রনা সমাধানে পদ্মা খাল সংস্কারে উদ্যোগ বিধায়কের

   

Initiative-MLA-on-Padma-canal-reform

সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার অশোকনগর পুরসভা এলাকার একাংশের মানুষের জল যন্ত্রনার স্থায়ী সমাধানের উদ্যোগ নিলেন এলাকার বিধায়ক নারায়ন গোস্বামী। মঙ্গলবার পুরসভার প্রধান এবং ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এলাকা পরিদর্শনে যান তিনি।

এই এলাকা দিয়ে বয়ে যাওয়া পদ্মা খাল আজ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ সংস্কারের অভাব এবং জবর দখলকারীদের কারণে এই খাল দিয়ে বর্ষার অতিরিক্ত জল বের হতে পারে না। ফলে এই পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড বছরের প্রায় ৪ মাস জলমগ্ন হয়ে থাকে। এই সমস্যা প্রতি বছরের।

বিধায়ক হয়ে আসার পর এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেন নারায়ন গোস্বামী। ইতিমধ্যেই রাজ্য সরকার এব্যাপারে ৪৪ লক্ষ টাকা অনুমোদন করেছে। অশোকনগরের পিএল ক্যাম্প থেকে শুরু করে শরৎনগর হয়ে পদ্মা খালটি মিশেছে বিদ্যাধরী খালে। 

এই ‌গোটা অংশে জবরদখল করে রাখা মানুষদের সঙ্গে এদিন কথা বলেন প্রতিনিধিরা। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই খালটি দখলমুক্ত করে সংস্কার করার কাজ সম্পন্ন করার পর অশোকনগরের মানুষ দীর্ঘদিনের জল যন্ত্রনার হাত থেকে রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন