সৌদীপ ভট্টাচার্য : স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নির্মল চৌহান (৪৮) এবং রম্ভা দেবী চৌহান (৪০)। পারিবারিক সমস্যার কারণে এমন ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
জানা গেছে, অ্যালায়েন্স জুটমিলের নিউ লাইনে বসবাস করতেন তাঁরা। কর্মসূত্রে নির্মল চৌহান ভিন রাজ্যে যেতেন। ১৫ দিন অন্তর বাড়ি আসতেন। তাঁদের দুই ছেলে। দিন কয়েক ধরে তারা কেউ বাড়ি ছিলেন না। ভাটপাড়ার বাড়িতে স্বামী–স্ত্রী দুজন থাকছিলেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্বামী নির্মল তার স্ত্রীকে ভারী কিছু দিয়ে আঘাত করে প্রথমে মেরে ফেলে। এরপর সে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। শুক্রবার সন্ধেয় প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা জগদ্দল থানায় খবর দিলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে মনে করছেন প্রতিবেশীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন