Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

শর্ট সার্কিট থেকে আগুন

 

Fire-from-short-circuit

সৌদীপ ভট্টাচার্য : ‌উত্তর ২৪ পরগনার বরানগর এলাকায় রবিবার রাতে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটলো। খবর পেয়ে দমকল বাহিনী এলে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। প্রাথমিকবাবে দারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যদিও এই ঘটনায় কোনও মানুষের ক্ষতি হয় নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বরানগরের ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পান এলাকার মানুষ। বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখতে পান, রাস্তার উল্টো দিকে তাল গাছে আগুন লেগে গেছে। ওই গাছের নিচেই অসংখ্য বাঁশ গাছ কেটে রাখা ছিল। আগুন সেখানেও ছড়িয়ে পরে।

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি, বরানগর থানা এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্বে আনে। যদিও এলাকার ভৌগলিক অবস্থার কারণে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলর শম্পা কুন্ডু।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন