সৌদীপ ভট্টাচার্য : মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার খড়দহ থানার সোদপুর রাসমণি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ধৃত সৎ বাবাকে সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় খড়দহ থানার পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোদপুর রাসমণি এলাকায় একটি আবাসনে স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বসবাস করত অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, জোর করে এবং ভয় দেখিয়ে বড় মেয়েকে ধর্ষণ করতো তার সৎ বাবা। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটার পর রবিবার এই পৈশাচিক ঘটনা দেখে ফেলে ওই বাড়ীর ছোট মেয়ে।
এরপর সে তার মাকে এই ঘটনাটি জানায়। তাদের মা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে খড়দা থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত সৎ বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্যাতিতা মেয়ের মেডিকেল টেস্ট করার পর ধর্ষণের ঘটনার প্রমাণ মেলে। তারপর অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন