সৌদীপ ভট্টাচার্য : কাজ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উত্তর ২৪ পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজের কাজ হারানো কর্মীরা। গত চারদিন ধরে চলছে কাজ হারানো কর্মীদের এই বিক্ষোভ আন্দোলন।
করোনা পরিস্থিতিতে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলির মতো কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজেও করোনা রোগীদের দেখভালের জন্য অস্থায়ীভাবে ১১৬ জনকে নিয়োগ করা হয়। কিন্তু করোনার গ্রাফ নিম্নমুখী হতেই সেই নিয়োগ বাতিল করা হয়। আর তারই প্রতিবাদে এবং কাজ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন কাজ হারানো কর্মীরা।
কাজ হারানো কর্মীদের এই বিক্ষোভ আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে পড়ল। এদিন সেই অবস্থান বিক্ষোভ চলার সময় আন্দোলনকারীরা হাসপাতালের আউটডোর এবং প্যাথলজি পরিষেবা বন্ধ করে দেন। ফলে সমস্যায় পরেন রোগীরা।
পরিষেবা এবং হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে এসে পৌঁছায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তারা। যদিও পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন