সমকালীন প্রতিবেদন : জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ এক জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায়। ধৃতের কাছ থেকে মোট ১ লক্ষ ভারতীয় জাল নোট উদ্ধার হযেছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, গাইঘাটার দোগাছিয়া এলাকায় প্রচুর জাল টাকা একত্রিত করেছে জাহাঙ্গীর মণ্ডল নামে এক দুষ্কৃতী। সেই খবরের ভিত্তিতে এদিন রাতে দোগাছিয়া এলাকায় তার বাড়িতে হানা দিয়ে এই জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল টাকাগুলির মধ্যে ২০০ টি ভারতীয় ৫০০ টাকার জাল নোট রয়েছে। ধৃত দুষ্কৃতী কতদিন ধরে এই কারবার চালাচ্ছে, কোথা থেকে সে এই জাল টাকাগুলি জোগাড় করেছে এবং কোথায় তা পাঠানোর উদ্দেশ্য ছিল, তা জানতে পুলিশ আদালতের মাধ্যমে তাকে নিজেদের হেফাজতে নিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন